সৌদি আরবে করোনায় মারা গেলেন কক্সবাজারের সন্তান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে মারা গেলেন কক্সবাজারের সন্তান হাসান মাহমুদ মোস্তফা রাজন।

বৃহস্পতিবার (২১ মে) সৌদি আরবের স্থানীয় সময় ভোর রাত পাঁচটায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ওবেইদ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের আনোয়ার আলী মাতবর বাড়ির গোলাম মোস্তফা চৌধুরীর বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

গত ৫ মে রিয়াদে হাসান মাহমুদ মোস্তফা রাজনের করোনাভাইরাসের নমুনা পজিটিভ আসে। পরদিনই তাকে সরকারি ব্যবস্থাপনায় রাজধানী রিয়াদের ওবেইদ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ওই হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। টানা দুই সপ্তাহ সেখানে থাকা অবস্থাতেই কক্সবাজারের এই সন্তানের মৃত্যু ঘটলো।

মৃত্যুকালে তিনি বাবা-মা ছাড়াও স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!