সৌদি আরবে ঈদে থাকবে ২৪ ঘণ্টার কারফিউ

ঈদুল ফিতরের ছুটিতে সৌদি আরবজুড়ে থাকবে ২৪ ঘণ্টার কারফিউ। ক্রমশ ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশটি পাঁচদিনের ঈদের ছুটিতে এ ব্যবস্থা নিতে যাচ্ছে। অবশ্য মক্কা নগরী ও এর আশপাশের এলাকায় এখনও কারফিউ চলছে।

মঙ্গলবার (১২ মে) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসের শেষে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত বলবৎ থাকবে এ কারফিউ। তবে এর আগ পর্যন্ত কেবল মক্কা ছাড়া সৌদি আরবের অন্য এলাকাগুলোতে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলাফেরা করা যাবে।

সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯২৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৬৪ জন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!