সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ আঘাত হানতে পারে

গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এ পরিণত হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৯টায় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। গতির কারণে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া বিভাগ বলছে, অনেক সময় তিন চারদিন পর্যন্ত ঝড় সাগরেই অবস্থান করে। এতে অনেক সময় শক্তিশালী হয়ে সামনে এগিয়ে আসে আবার অনেক সময় দুর্বল হয়ে যায়।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপে সূত্রে জানা যায়, থাইল্যান্ডের দেওয়া নামেই এবারের ঝড়ের নামকরণ করা হয়েছে। এর আগে গত বছর নভেম্বরে দেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। নামটি পাকিস্তানের দেওয়া ছিল।

এদিকে ভারতের আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশ সময় রোববার সকাল নাগাদ সেটি প্রবল ঘূর্ণিঝড় (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) এবং মধ্যরাতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হতে পারে। তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

পরে শক্তি আরও বাড়িয়ে তা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে সোমবার মধ্যরাত নাগাদ। তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বা তার বেশি।

ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোনোর পর সোমবার সামান্য উত্তর-উত্তর পূর্ব দিকে মোড় নিতে পারে। ১৮ থেকে ২০ মের মধ্যে সেটি পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন ওড়িশা উপকূলে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!