ঘোষণা সেলাই মেশিন যন্ত্রাংশের, এলো এসিসহ ভিন্ন পণ্য

অর্ধকোটি টাকার রাজস্ব ফাঁকি

সেলাই মেশিন এক্সেসরিজ ঘোষণা দিয়ে আনা পার্সেলের ভিতর এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী পেল কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে আসা এসব পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চালানটি এনেছে ঢাকার শিমু ট্রেডিং হাউস নামে নামে একটি প্রতিষ্ঠান।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষা হয়েছে। হংকং থেকে আসা চালানটি আটক করা হয়েছে বলে চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন।

তিনি জানান, গত ১৮ এপ্রিল বন্দরে আসা চালানটির কায়িক পরীক্ষায় সেলাই মেশিন এক্সেসরিজের জায়গায় ৮৩ হাজার ৫শ পিচ স্কার্ফ, ১ লাখ ইনসুলিন সিরিঞ্জ, ৩৭৯ জোড়া জুতা, ৩টি সাইকেল, ১১৩টি লেডিস ব্যাগ, ৪০টি ঘড়ি, ১০ লিটার শ্যাম্পু, ৩ লিটার ফেস ওয়াশ ও ২টি এয়ারকন্ডিশন পাওয়া যায়।

প্রাপ্ত পণ্য গুলোর ট্যাক্স রেট বেশি হওয়ার ফলে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব ফাঁকির সম্ভাবনা ছিল।

কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতার কারণে এই বিশাল শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে।

আটক পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানা তিনি।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!