সেপটিক ট্যাংকে মোবাইল, ৫০০ টাকার জন্য প্রাণ গেল সুইপারের

রামগড়

খাগড়াছড়ির রামগড়ে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে এক সুইপারের মৃত্যু হয়েছে। নিহত মরণ মালাকার (৬৫) উত্তর গর্জনতলীর চন্দ্র মোহন মালাকারের ছেলে।

শনিবার (১১ মে) বিকাল সাড়ে চারটায় রামগড় পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জগন্নাথ পাড়ার ছায়া শীলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ পাড়ার ছায়া শীলের মেয়ে সীমা রানী শীলের একটি মোবাইল টয়লেটে পড়ে যায়। সেটি ৫০০ টাকার বিনিময়ে তুলে দিতে রাজি হয় সুইপার মরণ মালাকার। মোবাইলটি উদ্ধার করতে গেলে এক ঘণ্টা কোন সাড়াশব্দ না পেয়ে ফায়ার ব্রিগেড ও পুলিশে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা করে তার লাশ উদ্ধার করে।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, সেপটিক ট্যাংকে থাকা বিষাক্তে গ্যাসে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি জেলা সদরের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!