সেন্ট মেরিস স্কুল কেজি ক্লাসের ফর্ম দেবে ৩ নভেম্বর থেকে

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় অবস্থিত সেন্ট মেরিস্‌ স্কুলে কেজি ক্লাসে ভর্তির জন্য ফর্ম দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সেন্ট মেরিস্‌ স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী সঙ্গীতা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ২০২১ সালের কেজি ক্লাসে ভর্তির জন্যই ফর্ম দেওয়া হবে। দুই ধাপে এসব ফর্ম বিতরণ করা হবে।

ভর্তির জন্য প্রথম ধাপে ফর্ম দেওয়া হবে আগামী ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপে ফর্ম বিতরণ করা হবে ১৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শুক্রবারে কোনো ফর্ম বিতরণ করা হবে না।

ফর্ম সংগ্রহের সময় শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত । ফর্মের মূল্য ২০০ টাকা। ফর্ম নেওয়ার জন্য অভিভাবককে (পিতা/মাতা) আসতে হবে।

ফর্ম নেওয়ার সময় সদ্য তোলা স্কুল ড্রেসে (বর্তমানে অধ্যয়নরত স্কুলের) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

ফর্ম জমা দেওয়ার তারিখ
প্রথম ধাপে যারা ফর্ম নেবেন, সেই ফর্ম তাদের জমা দিতে হবে ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা সাড়ে তিনটার মধ্যে। অন্যদিকে দ্বিতীয় ধাপে যারা ফর্ম নেবেন, ওই ফর্ম তাদের জমা দিতে হবে ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা সাড়ে তিনটার মধ্যে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!