সেন্ট প্ল্যাসিডস স্কুলে কারিতাসের মাদকবিরোধী ক্যাম্পেইন

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীনে স্মাইল প্রকল্প বাকলিয়া ড্রপ ইন সেন্টারের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার সুব্রতলিও রোজারিও। প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সুপ্রভাত বাংলাদেশের সহ-সম্পাদক কাঞ্চন মহাজন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মাইল প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা দেবব্রত পাল।

উপস্থিত ছিলেন সেন্ট স্কলাসটিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সি. রেণু পালমা, সিএন্ডবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, চরচাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য, ইউসেপ চর চাক্তাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, দক্ষিণ-পশ্চিম বাকলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাশ ও দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিউল আযম হিরু।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের মাদকবিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ৪১ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!