সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

করোনাভাইরাসের প্রভাব এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যাতায়াত করতে পারবেন না। আগামীকাল (২০ মার্চ) শুক্রবার সকাল থেকে এ নৌরুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি বলেন, ‌‌‘করোনার প্রার্দুভাব এড়াতে শুক্রবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে দ্বীপে যেসব পর্যটক রয়েছে তাদের ফেরত আনতে বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে জাহাজ গেছে দ্বীপে। যে কয়েকদিন যাবৎ করোনা প্রভাব থাকবে, ততদিন এ রুটের পর্যটবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটক স্পর্টগুলোতে ভ্রমণকারীদের না আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।’

জাহাজ বন্ধের নির্দেশনা জানিয়ে কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের ফেরত আনতে বৃহস্পতিবার সকালে তাদের জাহাজ দ্বীপে রওনা হয়ে বিকালে ফিরেছে। তবে কাল (২০ মার্চ) শুক্রবার থেকে জাহাজ চলাচল বন্ধ করবে তারা।’

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কাল টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!