সেনা টহলদলে সন্ত্রাসীদের গুলি, সৈনিক নিহত রাঙামাটিতে

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় নাসিম নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ ঘটনা নিশ্চিত করে জানায়, রাঙামাটি রিজিয়নের রাজস্থলী উপজেলার আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুখুম এলাকায় রোববার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এ সময় সৈনিক নাসিম (১৯) নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর ওই স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!