সেই শাজাহান খান হঠাৎ নৌপরিবহন মন্ত্রণালয়ে, ‘অভিজ্ঞতা শেয়ার’ই উদ্দেশ্য

একসময়কার দাপুটে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মন্ত্রণালয় হারানোর পর এই প্রথম হঠাৎ করেই গেলেন রাজধানীর সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ে।

তবে নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য সেখানে গিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন সাবেক মন্ত্রী শাজাহান খান।

জানা যায়, রোববার (২৮ জুন) বর্তমান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন শাজাহান খান। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কিভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে বর্তমান প্রতিমন্ত্রীর সাথে আলোচনা এবং মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন শাজাহান খান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, সাবেক মন্ত্রী হিসেবে শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এসময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও সহকারী একান্ত সচিব আ ন ম বাশার উপস্থিত ছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!