সেই নূরে বাংলা রিমান্ডে, এমপি নদভীকে দুষছে ইসলামী ফ্রন্ট

চট্টগ্রামের সাতকানিয়ার মাহফিলে ‘আক্রমণাত্মক বক্তব্য’ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ইসলামী বক্তা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে সাতকানিয়া থানা পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) মামলার শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

গত ৭ জানুয়ারি রাত ১০টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেন, ‘ওয়াজ মাহফিলে আক্রমণাত্মক বক্তব্য রাখায় মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামের ইসলামী বক্তাকে গত মঙ্গলবার সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

নুরে বাংলার বাড়ি সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের আশেকেরপাড়া এলাকায়।

পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন মাওলানা মাহবুবুল হক আল কাদেরী।

অভিযোগে জানা গেছে, তিনি ওই মাহফিলে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক বক্তব্য’ রাখেন। পরে মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ এনে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেপ্তার করে পুলিশ।

মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মাহফিলে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সেটি আবার ইউটিউবে প্রচার করেছেন নুরে বাংলা। যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। মামলাটি দায়ের করেন সাতকানিয়া নলুয়া কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মবিন। মামলাটি তদন্ত করছেন এসআই মনজু মিয়া।’

এদিকে ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ বলেন, ‘মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা করা হয়েছে। আমরা আগামীকাল (সোমবার) সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। এছাড়া আমরা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সাতকানিয়ার এমপি নদভীর নির্দেশেই এ মামলা হয়েছে বলে ধারণা করছি। কারণ নদভী কওমী ওহাবী আকিদার মানুষ। তিনি একসময় জামায়াতের রাজনীতি করতেন, এখন করছেন আওয়ামী লীগ।’

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!