সেই চেয়ারম্যান মিরানুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবার

মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতন

মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বপ্রণোদিত মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তার তদন্তে ঘটনাস্থল চকরিয়ার হারবাং ইউনিয়নের চেয়ারম্যানসহ ৮ জনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে।

আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়া হলে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব চেয়ারম্যান মিরানুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

চকরিয়া জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, ‘স্বপ্রণোদিত মামলায় তদন্ত রিপোর্ট পাওয়ার পর আদালতের বিচারক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তদন্তে তাদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার পর তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গেলে সেখানে তাদের ওপর দ্বিতীয় দফা নির্যাতন চালায় চেয়ারম্যান মিরানুল ইসলাম। মা-মেয়েকে নির্যাতনের ছবি ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় হলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব স্বপ্রণোদিত মামলা করেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!