সুয়াবিল দায়রা শরীফে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) চন্দ্রবার্ষিকী ওরশ শরিফ ও ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা সুয়াবিল দায়রা শরীফের মাঠে বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত হয়।

মাওলানা আবু তাহেরের সঞ্চালনা ও লালমাটি ইউনুছ খলিফা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দীন কোম্পানী। উদ্বোধক ছিলেন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন। এতে প্রধান বক্তা ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবুল কাশেম।

মাহফিল শেষে মাইজভাণ্ডারী কামাল পরিবেশন করা হয়।
মাহফিল শেষে মাইজভাণ্ডারী কামাল পরিবেশন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর মোহাম্মদ মনির হোসেন, মাওলানা আবু নাঈম জিয়াউল হক, মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল।

উপস্থিত ছিলেন আব্দুল ছালাম মেম্বার, দায়রা শরিফের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন ফকির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী হারেছ। মাহফিল শেষে মাইজভাণ্ডারী কামাল পরিবেশন করেন মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর শিল্পী আল ওয়ারেজ রুমী, ইসহাক রহমান ভুট্টু ও মো. জুয়েল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!