সুরের ইন্দ্রজাল ছড়ালেন শিল্পী সুব্রত দাশ অনুজ

সুরের ইন্দ্রজাল ছড়ালেন শিল্পী সুব্রত দাশ অনুজ 1প্রতিদিন ডেস্ক : ৮ সেপ্টেম্বর শুক্রবার, সন্ধ্যা ৬টা ফুলকির এ কে খান মিলনায়তনে তিল পরিমান ঠাঁয় নেই, কিছুটা বিস্মিত হলাম। শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যায় এত শ্রোতার সম্মিলন চট্টগ্রামে আগে তেমন একটা চোখে পরেনি। আবার ভাবলাম বিস্ময়ের কি আছে! এ যে তরুণ প্রজন্মের আইডল সুব্রত দাশ অনুজকে নিয়ে আয়োজন। বলছিলাম শাস্ত্রীয় সঙ্গীত চর্চাকেন্দ্র ত্রিসপ্তক এর আয়োজনে সুরার্ঘ্য শিরোনামে আয়োজিত শিল্পী সুব্রত দাশ অনুজের শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার কথা। আসন পুর্ন হওয়ায় মিলনায়তনের বাইরে বসানো হলো প্রজেক্টর।
সন্ধ্যা পৌনে ৭টায় শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার শুভ উদ্ভোদন করেন শিল্পী শুব্রত দাশ অনুজের সঙ্গীত গুরু নির্ম্মলেন্দু চৌধুরী, প্রধান অতিথি ছিলেন চ্ট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, অতিথি ছিলেন চ্ট্টগ্রাম উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি উস্তাদ মাসুদ হোসেন,ব্ক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক উৎপল দে মিঠু, সদস্য সচিব অরূণ নাথ।
বিহাগ রাগ এর উপর বিলম্বিত বড় খেয়াল দিয়ে পরিবেশনা শুরু করেন। একে একে পরিবেশন করেন মধ্যলয়ে ত্রিতালে ছোট খেয়াল, তারানা ভীমপলশ্রী রাগের উপর একতালে খেয়াল, মিশ্র খাম্বাজ রাগের উপর ঠুমরী, ইমন রাগের উপর চতুরঙ্গ, মিশ্র ভৈরবী রাগের উপর দাদরা, সর্বশেষে হিন্দিভজন পরিবেশনার মধ্যদিয়ে প্রানবন্ত এই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার সমাপ্তি ঘটে। শিল্পীকে সম্মাননা স্মারক প্রদান করেন রাউজান সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক শিল্পী রুবেল চৌধুরী এবং ত্রিসপ্তক এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন উৎপল দে মিঠু।
শিল্পীকে যন্ত্রে সহযোগিতা করেন তবলায় সানি দে, হারমোনিয়ামে কৃতু প্রসাদ দাশ। তানপুরায় অমি চক্রবর্তী, প্রমা অবন্তী, তমা দেবী ও ঋতু সাহা। সহযোগিতায় ছিলেন গণেশ এন্ড কোং ও গনেশ এন্ড সন্স।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!