সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম আসবে বিকেল সাড়ে ৪টায়

১০ জানুয়ারি থেকে বদলাচ্ছে ২৬ ট্রেনের সময়সূচি

নতুন বছরে রেলওয়ে পূর্বাঞ্চলের ২৬টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন এ সময়সূচি আগামী ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর মধ্যে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে স্টেশন ছাড়বে সকাল ৭টায়। পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বিকেল সাড়ে ৪টায়। বর্তমানে চালু নিয়ম অনুযায়ী বেলা তিনটার পরিবর্তে ১০ জানুয়ারি থেকে সাড়ে চারটায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। ফলে ঢাকায় আরও দেড় ঘন্টা বেশি অবস্থানের সময় পাবেন যাত্রীরা।

মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা স্টেশন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে। পুনরায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে দুপুর সাড়ে ১২টায়।

সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম আসবে বিকেল সাড়ে ৪টায় 1

এছাড়া সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল সোয়া ১১টায়। পুনরায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বে রাত সোয়া ১১টায়। অন্যদিকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সকাল ৬টা ২০ মিনিটে। পরবর্তীতে দুপুর ৩টা ৪৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে পারাবত এক্সপ্রেস।

অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সকাল ১১টায়। পুনরায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তারাকান্দি ছাড়বে ট্রেনটি। কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। পুনরায় বিকেল ৪টায় কিশোরগঞ্জ স্টেশন ছাড়বে ট্রেনটি।

উপবন এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাত সাড়ে ৮টায়। সিলেট ছাড়বে রাত সাড়ে ১১টায়। যমুনা এক্সপ্রেস ঢাকা ছাড়বে বিকেল পৌনে ৫টায়। তারাকান্দি ছাড়বে রাত দুইটায়। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা ছাড়বে সন্ধ্যা সোয়া ৬টায়। দেওয়ানগঞ্জ স্টেশন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। কালনী এক্সপ্রেস সিলেট ছাড়বে সকাল সোয়া ৬টায়, ঢাকা ছাড়বে দুপুর ৩টায়। ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ছাড়বে রাত সোয়া ১০টায়। পুনরায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করবে সকাল ৮টায়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!