সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভা

নারী জাগরণের অগ্রদূত ও প্রতিথযশা কবি-সাহিত্যিক সুফিয়া কামালের ২০তম মৃত্যুবার্ষিকী স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠান বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও চসিকের সাবেক মহিলা কাউন্সিলর বেগম হাসিনা মান্নান। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান।

সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহির, মোহাম্মদ আবু তৈয়ব ছিদ্দিকী, পারভেজ মান্নান, মোহাম্মদ কামাল উদ্দিন, শরুফুদ্দিন চৌধুরী রাজু, মেরাজ তাহসিন শফি, ভাস্কর চৌধুরী, আশিষ সেন, বিজয় শংকর চৌধুরী, জসীম উদ্দিন চৌধুরী ও রেজাউল করিম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ হাসিনা মান্নানকে কবি সুফিয়া কামাল সম্মাননা দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!