সুফিয়ানের শেষ দিনের প্রচারণায় নোমানসহ শীর্ষ নেতারা

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ানের শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় হেভিয়েট নেতা থেকে শুরু থেকে সর্বস্তরের নেতাকর্মী মাঠে ছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর বহদ্দারহাট থেকে বলিরহাট পর্যন্ত নির্বাচনী গণসংযোগে আবু সুফিয়ানের সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, এরশাদ উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলের ভেতরে যতই মতভেদ থাকুক না কেন নেতাকর্মীরা একাকার হয়ে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন। সাধারণ নেতাকর্মীদের ধারণা, নির্বাচনী প্রচারণায় নেতাকর্মী, সমর্থকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শক্তি দেখিয়েছে, তা ধরে রাখতে পারলে নির্বাচনের ফল ঘরে তুলতে পারবে বিএনপি।

খাজা রোডে পথসভায় আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। শেষ বয়সে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছি। আমাদের নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তবুও আমরা আশাবাদি, প্রশাসন নিরপেক্ষ থাকবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। নির্বাচনে কারচুপি হলে আমরা ঘরে ফিরে যাবো না। জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।

বলিরহাটের ফার্নিচার ব্যবসায়ী আবু নাসের চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অনেকদিন পর বিএনপির সব নেতাকে একসাথে পেয়ে তাদের অনুসারিদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সবাই ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।

জানা গেছে, ১৭ ডিসেম্বর নগর বিএনপির বিজয় দিবসের কর্মসূচি শেষে ওমরা পালনের জন্য সৌদি আরব যান আব্দুল্লাহ আল নোমান। দেশের বাহিরে থাকায় এতদিন মাঠে নামতে পারেন নি তিনি। ওমরা থেকে ফিরেই ১১ জানুয়ারি দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নগরীর একটি রেস্টুরেন্টে। এরপরই নেতাকর্মীদের নিয়ে চলে যান গণসংযোগে, সুফিয়ানের নিবার্চনী প্রচারনায়।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নেমেছেন।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!