সুফিয়ানের ভোটদানের সময় আওয়ামী সমর্থকদের হট্টগোল

চলছে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। এদিন সকাল ১০টায় সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে দেখেই কেন্দ্রের সামনে কৃত্রিম লাইন তৈরি করেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।

এসময় আবু সুফিয়ানকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয় তারা। তাদের দাবি লাইনে দাঁড়িয়েই ভোট দিতে হবে সুফিয়ানকে। নির্বিকারভাবে হেটে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন সুফিয়ান। এসময় প্রচন্ড হৈ হুল্লোড়ের সৃষ্টি হয় সেখানে।

আওয়ামী লীগ সমর্থকদের বাধা ও হৈ হুল্লোড়ের মধ্যে সকাল ১০টায় নিজের ভোট দেন বিএনপির এই প্রার্থী।

সুফিয়ানের ভোটদানের সময় আওয়ামী সমর্থকদের হট্টগোল 1

ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, বহিরাগত সন্ত্রাসীদের এনে কৃত্রিম লাইন বানিয়ে রাখা হয়েছে। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে। বেশিরভাগ কেন্দ্র থেকেই তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তবে বেশকিছু কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ জানানোর পর তারা ব্যবস্থা নিয়েছে।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ইভিএমে এখন পর্যন্ত ভোট নিয়ে কোন অনিয়ম হচ্ছে না। যা ঝামেলা হচ্ছে বাইরে। তবে সারাদিন যেহেতু ভোট হবে সেহেতু এই বাধা ভেঙ্গে ভোটাররা কেন্দ্রে আসবে এবং ভোট দিবে। তবে ইভিএম এর ভোট গণনায় কোন জালিয়াতি হতে পারে এমন শংকা এখনো উড়িয়ে দেয়া যাচ্ছে না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!