সুইপারের জুতোর ভেতরে সোয়া ৪ কেজি সোনা!

এক এয়ারক্রাফট সুইপারের জুতোর ভেতর থেকে ৪ কেজি ২২৫ গ্রামের ৩৬টি সোনার বার পাওয়া গেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এর মূল্য প্রায় দুই কোটি টাকা।

বুধবার (২ অক্টোবর) দুপুরের এ ঘটনায় বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট সুইপার মোহাম্মদ ইলিয়াস হোসেনকে আটক করেছে কাস্টমসের গোয়েন্দারা। তার বাড়ি চট্টগ্রামের পতেঙ্গায়।

এর আগে একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের গোয়েন্দারা জানতে পারেন, আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামগামী বিমান ‘ফ্লাই দুবাই’য়ের একটি ফ্লাইটে সোনার কিছু বার আসছে।

৪ কেজি ২২৫ গ্রামের ৩৬টি সোনার বার পাওয়া গেছে চট্টগ্রাম বিমানবন্দরে।
৪ কেজি ২২৫ গ্রামের ৩৬টি সোনার বার পাওয়া গেছে চট্টগ্রাম বিমানবন্দরে।

বুধবার সকাল ১১টায় বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট সুইপার মোহাম্মদ ইলিয়াস হোসেনকে তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত জুতোর ভেতরে ৩৬টি সোনার বার পাওয়া যায়।

কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানিয়েছেন, তাদের ধারণা ইলিয়াস ওই সোনার বারগুলো বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!