সীতাকুণ্ডে তিনটি শিপব্রেকিং ইয়ার্ডকে ১৬ লক্ষ টাকা জরিমানা

সীতাকুণ্ডে তিনটি শিপব্রেকিং ইয়ার্ডকে ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদন বিহীন জাহাজ নির্মাণ করায় এসব শিপব্রেকিং ইয়ার্ডকে জরিমানা করা হয়েছে জানান পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, সীতাকুণ্ডে অবস্থিত সিকো ষ্টিল শিপব্রেকিং, এন.আই ট্রেডার্স শিপব্রেকিং ও সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ ভাঙার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করে সংশ্লিষ্ট ইয়ার্ডগুলো সেখানে অনুমোদন বিহীন জাহাজ নির্মাণ কাজ করছেন। এতে পরিবেশের ক্ষতিসাধন হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন এর আলোকে এন.আই ট্রেডার্সকে ৫লক্ষ টাকা, সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডকে ১ লক্ষ টাকা ও সিকো স্টিলকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!