সীতাকুন্ডে সেইফ লাইন গাড়ি খাদে : আহত ১০

শেখ সালাউদ্দীন, সীতাকুন্ড প্রতিনিধি ::
সীতাকুন্ডে সেইফ লাইন পরিবহনের গাড়ি খাদে পড়ে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

accident-pic-2

রবিবার সন্ধ্যায় এঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীতাকুন্ডমুখি একটি দ্রুতগামী সেইফ লাইন পরিবহনের যাত্রীবাহী গাড়ি চট্টমেট্টো ছ (১১-৩১০১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পৌরসভাস্থ দোয়াজি পাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গর্তে পড়ে যায়। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়।

 

আহতদের স্থানীয় ও পুলিশ উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন, সীতাকুন্ড পৌরসভা আমিরাবাদ এলাকার বাসিন্দা রবিন্দ্র কুমার দে’র স্ত্রী রুবি দে (৪৫), পৌরসদর এলাকার ভুলিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ রেজাউল কবির (২৮),

a-2

দোয়াজি পাড়া এলাকার মোঃ জামাল উল্ল্যার পুত্র হাফেজ মোঃ নাছির(৪৫) বাড়বকুন্ড এলাকার মোঃ জালালের পুত্র গিয়াস উদ্দিন(২৪), মুরাদপুর ইউনিয়নের মু কবির হোসেন এর পুত্র দেলোয়ার (২২), সীতাকুন্ড এলাকার খায়রুলের পুত্র দেলোয়ার হোসেন (২৭), বাড়বকুন্ড মান্দারী টোলা গ্রামের নুরুজামানের পুত্র মোঃ মেজবাহ উদ্দিনর (৩২) ও মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের আব্দুল মান্নানের পুত্র মোঃ ফারুক(৩৫) সহ অন্তত ১০জন আহত হয়েছে।

 

সীতাকুন্ড ট্রাফিক পুলিশের এ,টি এস আই মোঃ আজিজ বলেন, আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। সেইফ লাইন পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এঘটনা ঘটে।

 

এদিকে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের মধ্যে মোঃ রেজাউল এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেকে পাঠানো হয়েছে।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!