সীতাকুন্ডে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, এলাকায় চরম উত্তেজনা

সীতাকুন্ড প্রতিনিধি :
সীতাকুন্ডে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুলকে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করেছে দূবৃর্ত্তরা। তিনি সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ।

pic-monirul-islam

এদিকে মুক্তিযোদ্ধা উপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, মনিরুল ইসলাম সীতাকুন্ড রেলওয়ে স্টেশন এলাকার তার বাসা থেকে মঙ্গলবার ভোর রাতে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে পাশ্ববর্তী রেলওয়ে স্টেশান জামে মসজিদে যাওয়ার সময় ৩ থেকে ৪ জনের মূখোশ ধারী দূবৃর্ত্তরা পেছন থেকে শরীরের বিভিন্নস্থানে এলোপাতারী কুপিয়ে মারাত্বক জখম করে চলে যায়।

 

পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে হামলার ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।

 

সীতাকুন্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলিমউল্লাহ বলেন, মনিরুল ইসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সীতাকুন্ড উপজেলা কমান্ডের কার্যকরী সদস্য। তাকে দূবৃর্ত্তরা পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান।

 

তিনি আরো বলেন আজ (বুধবার) মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামের উপর হামলার ঘটনার প্রতিবাদে সীতাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুনের নেতৃত্বে পৌরসদর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

 

এবিষয়ে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্র্জ ইফতেখার হাসান সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় আহত মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম জানান, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আহ্বান ও এঘটনার তীব্র নিন্দা জানায় তিনি।

 

রিপোর্ট : শেখ সালাউদ্দীন সীতাকুন্ড প্রতিনিধি ::

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!