সীতাকুন্ডে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

সীতাকুন্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুন্ড মুরাদপুর সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক গাড়ি হেল্পার নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২জন।

sitakund-accident-pic

আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৫টার সময় এ দূর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা অভিমুখি একটি দ্রুগামী কাভাডভ্যান ঢাকা মেট্টো-ট ১১-৪১৮৯ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকা অতিক্রম করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে একই মুখি সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি গাছ বোঝাই ট্রাক চট্টমেট্টো-ট ১১-৫০১৬ কে পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যান হেল্পার মোঃ আলাউদ্দিন(২৮) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়। এঘটনায় আহত হয়েছে আরো ২জন।

 

নিহত হেল্পার নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন ধানসিঁড়ি ইউনিয়নস্থ জগদানন্দ গ্রামের বাসিন্দা মোঃ আলম মিয়ার ছেলে।

 

এদিকে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফখরুদ্দিন বলেন, এঘটনায় বরিশাল জেলার ভোলার মোঃ হানিফ এর ছেলে আহত সিরাজুল ইসলাম (৫৫) ও নোয়াখালী জেলার লক্ষীপুর এলাকার বাসিন্দা সিরাজ উল্ল্যাহ’র ছেলে মোঃ আল অমিন (৩০) কে দ্রুত উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

 

এদিকে দুর্ঘটনার খবর শুনে নোয়াখালী থেকে ছুটে আসা নিহতের চাচা ৩নং ধানসিঁড়ি এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আবদুল মান্নান জানান, তার ভাতিজা আনুমানিক ৭ মাস ধরে দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানের হেল্পার হিসেবে কাজ করে আসছিল। চট্টগ্রাম থেকে ফেরার পথে এ দূর্ঘটনায় নিহত হয়েছে সে।

 

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের প্রথমিক চিকিৎসা সেবা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে অবৈধ ভাবে যত্রতত্র গাড়ি দাড়িয়ে থাকার কারণে প্রায় প্রতিদিন ঘটছে সড়ক দূর্ঘটনা। অন্যদিকে প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষদের ।

 

রিপোর্ট : শেখ সালাউদ্দীন,সীতাকুন্ড প্রতিনিধি :

এ এস / জি এম এম / রাজীব প্রিন্স :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!