সীতাকুণ্ড সড়কে দ্বিগুণ ভাড়া নিয়েও চালক-শ্রমিকরা স্বাস্থ্যবিধি মানছে না

সীতাকুণ্ডের বিভিন্ন সড়কে ৬০% ভাড়া নয়, দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। অথচ কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। চালক-শ্রমিকদের মুখে মাস্কও নেই। গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনা না হলে নৈরাজ্য রোধে সাধারণ মানুষ সড়কে নামতে বাধ্য হবে।

বার (১২ আগস্ট) সীতাকুণ্ড পৌরসদরের ডিটি রোডে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সীতাকুণ্ড থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে বর্ধিত ৬০ শতাংশ বাস ভাড়া বাতিলের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে গণপরিবহনে পূর্বের ভাড়া বহাল করাসহ যাত্রী হয়রানি বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মো. ওয়াহিদীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ।

সংগঠনের সদস্যসচিব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা ও সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম বিএসসির পরিচালনায় এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সীতাকুণ্ড দোকান মালিক সমিতির সাবেক সভাপতি নাছির উদ্দীন ভূঁইয়া, একেএম মসিউদ্দৌলা, পৌর কাউন্সিলর দিদারুল আলম অ্যাপেলো, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও শৈলীর প্রধান নাছির উদ্দীন অনিক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, সীতাকুণ্ড নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, বারামখানা সংগঠনের সভাপতি নাহিদ চৌধুরী, তরুণ প্রতিভাবান কবি বাসু দেব নাথ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, বাবুল মিয়া বাবলা, জাহাঙ্গীর আলম, মুসলেহ উদ্দীন, মডার্ন হাসপাতালের ইমাম উদ্দীন স্বপন মাওলানা জয়নুল আবেদিন, সাকসেস ইউর‌্যান রাইটস সোসাইটির মো. ইকবাল হোসেন শিবলু, স্বাধীন বাংলার কামরুল হাসান, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. সায়েদ উদ্দিন, প্রথম প্রহর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহেল, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সভাপতি ফজলুল করিম, সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হা. মুশারফ, দিশারি ফাউন্ডেশনের সদস্য নুরুল আমিন, মো. নাদিমুজ্জামান রাশেদ, মানবতা ফাউন্ডেশনের সভাপতি রণি খান প্রমুখ।

আদর/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!