সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিক সবুজ শর্মা সাকিলের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাসেম (২৮), মো. আকবর (২৩) ও মো. রাকিব (২৪)।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘হামলার ঘটনার পর এলাকা থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত করার পর শনিবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তিনজনকেই থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার জড়িত কিশোর গ্যাংয়ের অন্যদেরও ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হবে।’

এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামে সীতাকুণ্ড প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সবুজ শর্মা শাকিলের বাড়িতে হামলা হয়।

স্থানীয় মো. হাসেম, আকবর, সানিফ ও রাকিবসহ ১৫-২০ জনের একটি গ্রুপ এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে প্রবেশ করে প্রথমে তাদের গাছ থেকে আম ছিড়তে শুরু করে। এ সময় ঘরে থাকা তাদের থামানোর চেষ্টা করে। একপর্যায়ে তাদের শারীরিকভাবে লাঞ্চিত করে বসত ঘরে প্রবেশ করে আলমিরাসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে তারা। এ সময় নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল বলেন, ‘শুক্রবার বিকেলে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে গাছ থেকে আম ছিড়তে শুরু করে। আমার ভাই, বোন ও বৌদি তাদের বাধা দিতে গেলে তারা হামলা চালায়। পরে ঘরে ঢুকে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর আমরা জানতে পারি এটি একটি পরিকল্পিত হামলা। তাই আসামিদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে আসামিরা পলাতক আছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!