সীতাকুণ্ডে র‌্যাবের হাতে অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাট কলাবাড়িয়া এলাকা থেকে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে সাইফুল ইসলামকে (২২) গ্রেপ্তারের পর ‘অপহৃত’ লিঙ্কন চন্দ্র বণিককে উদ্ধার করা হয়। সাইফুল সীতাকুণ্ড উপজেলার লালানগর গ্রামের সালেহ আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ সহকারী পরিচালক ও স্টাফ অফিসার এএসপি মাশকুর রহমান বলেন, খোকন চন্দ্র বণিক নামের এক ব্যক্তি র‌্যাব-৭ কার্যালয়ে অভিযোগ করে তার ছেলে লিঙ্কন মঙ্গলবার রাতে বাসার কাছ থেকে ‘অপহৃত’ হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের ভোলাগিরি সড়কের বাসার কাছ থেকে লিঙ্কনকে অপহরণের পর অপহরণকারীরা তার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ তথ্যের পর আমরা অভিযান শুরু করি। অভিযানে উপজেলার ছোট দারোগাহাট কলাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুক্তিপণ আদায়ের অপেক্ষায় থাকা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে লিঙ্কনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।

তিনি আরোও জানান, অপহরণের সাথে মো. শাহাবউদ্দিন, সাখাতুর রহমান, মো. মোর্শেদ ও মো. সেলিম নামে আরও চারজন জড়িত আছে। তাদের ধরতে অভিযান চলছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!