সীতাকুণ্ডে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন নির্যাতিত বাবা মো. আজম। মারধরের শিকার হয়ে পরিবারের সবাই মিলে এ সিদ্ধান্ত নেন তিনি।

রোববার (১৪ আগস্ট) দুপুরে ভুক্তভোগী বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করলে ছেলেকে কোর্ট হাজতে পাঠায় পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেশবপুর গ্রামের মো. আজমের ছেলে মো. আলভী হাসান আরমান (২৫) মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন নেশার টাকার জন্য পরিবারের লোকজনদের মারধর করতেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি একইভাবে নেশার টাকা চান তার বাবা আজমের কাছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আরমান তার বাবাকে লাঠি দিয়ে মারধর করেন। এ সময় বাবার চিৎকার শুনে মেয়ে এগিয়ে আসলে আরমান তাকেও মারধর শুরু করেন। শেষে জোর করে আলমিরা থেকে ২০ হাজার টাকা নিয়ে যান আরমান এবং বেশ কিছু আসবাবও ভাঙচুর করেন।

মো. আজম অভিযোগ করে বলেন, ‘এর আগেও আরমান নেশাগ্রস্ত অবস্থায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সে ১০ মাস জেলও খেটেছিল। সে সময় আমি তাকে জামিন করাই। ভেবেছিলাম সে হয়তো ভুল বুঝতে পেরে ভাল হয়ে যাবে। কিন্তু না, সে এখনো ঠিক আগের মতোই নেশা করে চলেছে। এ কারণে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে দেয়। আর আমিও ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকাসক্ত আরমানের বাবার দায়ের করা মামলায় ছেলেকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!