সীতাকুণ্ডে পাহাড় ধস : নিহত-৫

সীতাকুণ্ডে পাহাড় ধস : নিহত-৫ 1এহসান আল-কুতুবী : সীতাকুণ্ডে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় রফিকের স্ত্রী ফাতেমা (৩০), ছেলে ইউনুস (১০), রফিকের ভাইয়ের স্ত্রী রাবেয়া (২৫), রাবেয়ার দুই সন্তান লামিয়া (২) ও সামিয়া (৭)।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, টানাবর্ষণে বৃহস্পতিবার রাতে জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড়ধসে একই পরিবারের ৫ জন মারা গেছেন। খবর পেয়ে তিনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, রাত ৩টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে চাপা পড়াদের একজন কোনো মতে বের হয়ে এলাকাবাসীকে খবর দেয়। এরপর এলাকাবাসী গিয়ে তাদের উদ্ধার করে। এদের মধ্যে পাঁচজনকে মৃত ও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। পাহাড় ধসে মোহাম্মদ রফিকের বাড়ির একটি ঘর মাটির নিচে চাপা পড়ে।

স্থানীয় জঙ্গল ছলিমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউছার জানান, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত মাইকিং করা হয় পাহাড়ের উপর ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদের নিরাপদে সরে যাওয়ার জন্য। কেউ কেউ পাশের স্কুলে আশ্রয় নিলেও রফিকের পরিবারটি আসেনি। রফিকের ঘরটি প্রায় দুইশ’ ফুট পাহাড়ের উপরে ছিল। জঙ্গল ছলিমপুরের পাহাড়ে সরকারি খাসজমিতে বহু মানুষ বসবাস করছেন বলে জানান মোহাম্মদ কাউছার।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জিল্লুর রহমান জানান, জঙ্গল ছলিমপুরে কয়েক দশক ধরে অবৈধভাবে বসবাস করছে হাজার হাজার মানুষ। বার বার বলা সত্ত্বেও তারা ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে সরে আসছে না। এতে প্রায়ই প্রানহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে। তাদের সরানোর জন্য প্রশাসনের কোনো উদ্যোগই কাজে আসছে না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!