সীতাকুণ্ডে দুই কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্বে ইভিএম ভাংচুর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম মেশিন ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্বে ৭ নম্বর ওয়ার্ড আলম শনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ভাংচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ জানান, একটি ইভিএম মেশিন ভাংচুর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকআপ মেশিন দিয়ে পুনরায় ভোটগ্রহণ চালু রাখা হয়েছে। ডাটা সংরক্ষণ কার্ড অক্ষত থাকায় প্রদত্ত ভোট গণনাতে কোন অসুবিধা হবে না বলে জানান তিনি।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ও সমর্থকদের কেন্দ্রে আসতে দিচ্ছে না এমন অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নাগরিক কমিটির ব্যানারে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী জহিরুল ইসলাম। বেলা ৩টায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে জানা গেছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!