বৃষ্টিতে প্রাণঘাতি মহাসড়ক, সীতাকুণ্ডে বাইক থেকে ছিটকে প্রাণ গেল ব্যবসায়ীর

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জল-কাদা একসঙ্গে মিশে রীতিমতো প্রাণঘাতি হয়ে উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সীতাকুণ্ড লালবেগ এলাকায় রাস্তা পিচ্ছিল থাকায় বাইক থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন মো. কামরুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ী। তিনি বরিশালের বাউখাল থানার রাজাপুর এলাকার সিপাহী মো. মহসিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ব্যবসায়ীক কাজে বাইকযোগে নিজের গন্তব্যে যাচ্ছিলেন কামরুল। সীতাকুণ্ডের লালবেগ এলাকায় পৌঁছে হঠাৎ ব্রেক করলে সড়ক পিচ্ছিল থাকায় বাইক থেকে তিনি ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে একটি কাভার্ডভ্যানের তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বৃষ্টিতে প্রাণঘাতি মহাসড়ক, সীতাকুণ্ডে বাইক থেকে ছিটকে প্রাণ গেল ব্যবসায়ীর 1

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারী, মাদামবিবিরহাট, কদম রসূল, লালবেগ, শীতলপুর এলাকায় সৃষ্টি হয়েছে বেহাল দশা।

এএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!