সীতাকুণ্ডের কুমিরায় র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুইজন নিহত

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সাথে ডাকাতের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা বাইপাস সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি বন্দুকযুদ্ধে নিহত দুই যুবক ঈদযাত্রার বহনকৃত গাড়িতে ডাকাতি করছিল। ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, ৩১ গুলি এবং বেশ কিছু রামদা ও ছুরি জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান সাংবাদিকদের বলেন, মহাসড়কের কুমিরায় ঢাকামুখী একটি ব্যক্তিগত গাড়িতে ডাকাতি করছিল ডাকাত দল। এ সময় র‌্যাবের টহল টিমের সাথে ডাকাত দলের বন্দুক যুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার এস আই সুমন বণিক সাংবাদিকদের বলেন, রাতে র‌্যাবের সাথে বুন্দুক যুদ্ধে ডাকাত নিহতের সংবাদ শুনে উক্ত এলাকায় পুলিশ গেলে ঘটনাস্থল থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত একজনের বুকে ও অপর জনের মাথায় গুলি লেগে মারা যায় বলে জানান তিনি।
এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!