সিসিটিভি ফুটেজ দেখে চট্টগ্রামে ছিনতাইকারী ধরলো পুলিশ

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

এর আগে একটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ থেকে আসামী সনাক্ত করে তাদের আটক করা হয় বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, টিপ ছোরা ও ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. সালমান (২৮), মো. রাশেদুল ইসলাম (২৬) ও মো. ছলিম উদ্দিন (৪০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাট থানায় একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, কাঁচামাল ক্রয়-বিক্রয় করার জন্য গত ১৫ আগস্ট ভোরে সবুজ নামে একজন রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। রিয়াজউদ্দিন বাজারের ছিরিকোট বিল্ডিংয়ের সামনে পৌঁছালে সিএনজি অটোরিকশা নিয়ে অজ্ঞাত ৪ ছিনতাইকারী সবুজকে ছুরির ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা ৮ হাজার ৯২০ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।

এ ঘটনায় সবুজ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করা হয়।

পরে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!