সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামের কারখানায় ৭ শ্রমিক গুরুতর আহত

চট্টগ্রাম বন্দরের সল্টগোলা এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহতরা হলেন, নোমান (২৪), রাকিব (১৮), নুরুল আলম (৩৫), ওসমান গণি (৩৫), রাজিব দাশ (৩০), এনায়েত হোসেন (৩৪)। আরেকজনের নাম পাওয়া যায়নি।

৭ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘আহতদেরকে চমেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার মোহাম্মদ মিল্লাত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি বন্দরের বাইরে ঘটেছে।’

এএস/মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!