সিডিএর বোর্ডে নতুন চার সদস্যের সঙ্গে পুরনো দুজন, দায়িত্ব তিন বছরের

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ডে নিয়োগ দেওয়া হল নতুন ছয়জনকে। গত বছরের ৩০ অক্টোবর আগের বোর্ডের মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর সিডিএর বোর্ড পুনর্গঠিত হল।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন শাখা) লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন বোর্ড সদস্যরা ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট তিন বছর এই দায়িত্ব পালন করবেন।

নতুন বোর্ডে দুজন আগে থেকেই আছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন বাকি চারজন।

এরা হলেন— সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী, রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুহম্মদ আলী শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক এবং প্রকৌশলী মুনির উদ্দিন আহমেদ।

অন্যদিকে বোর্ড সদস্য হিসেবে এবার আবার দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ এবং স্থপতি আশিক ইমরান।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!