সিডিএর ওয়েবসাইট এখনও আবদুচ ছালামের দখলে!

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নগর আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল আলম দোভাষ গত ৩০ এপ্রিল দায়িত্ব নেন। তবে দায়িত্বগ্রহণের প্রায় তিন মাস শেষ হতে চললেও সিডিএর ওয়েবসাইটে এখনো বিদায়ী চেয়ারম্যান আবদুস ছালামের অস্তিত্ব বিদ্যমান। ওয়েবসাইটের প্রথম পেজে বর্তমান চেয়ারম্যান দোভাষের ছবি দিয়ে বার্তা রাখা হলেও চেয়ারম্যানের জীবনবৃত্তান্তে এখনো ছালামের দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত রয়েছে।

বৃহস্পতিবার রাতে (২৫ জুলাই) সিডিএর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, প্রথম পৃষ্ঠায় বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের ছবি দিয়ে একটি বার্তা আছে। কিন্তু চেয়ারম্যানের জীবনবৃত্তান্তে ক্লিক করলেই পুরা পৃষ্ঠাজুড়ে দেখা যাচ্ছে সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের জীবনবৃত্তান্ত। ৫৬৪ শব্দের এই জীবনবৃত্তান্ত শুরু হয়েছে এভাবে- ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর বর্তমান চেয়ারম্যান জনাব আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ডের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।… চট্টগ্রামের উন্নয়নের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ জনাব আবদুচ ছালামকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ২৩শে ফেব্রুয়ারী ২০০৯ ইং তারিখে চট্টগ্রামের উন্নয়নের গুরুদায়িত্ব হিসাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেন। উক্ত পদে আসীন হওয়ার পর থেকে জনাব আবদুচ ছালাম চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।’

২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে প্রায় ১০ বছর দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ২৬ এপ্রিল সিডিএ থেকে বিদায় নেন। সিডিএর মত আলোচিত ও দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানে তিন মাস ধরে চেয়ারম্যানের তথ্য আপডেট না থাকার বিষয়টির দায় আইটি বিভাগ এড়াতে পারেন না বলে জানান দায়িত্বশীল এক কর্মকর্তা। সেজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি তার। তবে সিডিএ সচিব তাহেরা ফেরদৌসকে অসংখ্যবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কী বলেন? তিন মাসেও আগের চেয়ারম্যানের জীবনবৃত্তান্ত চেঞ্জ করেনি। এরা তো আস্ত হা…! যাই হোক আমি সংশ্লিষ্ট বিভাগের
কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো।’

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!