সিডিএর অভিযানে ভেঙ্গে দেওয়া হল ফিনলে-এপিকের স্থাপনা

চট্টগ্রাম নগরীতে খালের উপর গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে আবারো অভিযানে নেমেছে সিডিএ।

বৃহস্পতিবার (১ আগস্ট) কাতালগঞ্জের হিজড়া খালের উপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সিডিএ। সকালে পরিচালিত এ অভিযানে আবাসন প্রতিষ্ঠান ফিনলে ও এপিকের স্থাপনাসহ ৫৫ স্থাপনা ও চকবাজারে ৬০ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় খালের উপর গড়ে ওঠা ফিনলের বাউন্ডারি দেয়াল ও কার্নিশ ভেঙ্গে দেওয়া হয়। গ্যাসের লাইনের কারণে অবশিষ্ট অংশ ফিনলে কতৃপক্ষকে নিজ দায়িত্বে ভাঙ্গতে বলা হয়। ভবনগুলোতে সিডিএ প্ল্যান অনুযায়ী ভবনগুলোর পাশে ১২ ফুট খালি জায়গা রাখার কথাও মানা হয়নি। অভিযানের সময় ভবনের সিডিএর নকশা দেখাতে বললে তারা দেখাতে পারেননি।

এ সময় খালের উপর ফিফথ অ্যাভিনিউ নামের কমিউনিটি সেন্টারের অবৈধ গড়ে ওঠা ভবনের অংশও ভেঙ্গে দেওয়া হয়।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!