ঋণের টাকা মারার মামলায় ধরা বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস

বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর। সিটি ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি তিনি। ফলে ২০১০ সালে বাগদাদ গ্রুপের চেয়াম্যানের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা করে সিটি ব্যাংক।

২০১২ সালে আদালত অভিযুক্তকে সুদসহ ১৭ কোটি টাকা দেয়ার নির্দেশ দেন। কিন্তু ৯ বছরেও তা পরিশোধ করেনি বাগদাদ গ্রুপ।

বার বার টাকা আদায়ে ব্যর্থ হয়ে অবশেষে বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

আবেদন গ্রহণ করে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান গত ১০ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কিন্তু এতদিন তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। অবশেষে বুধবার (৩ নভেম্বর) বেলা ১টার দিকে নগরের লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে চালান করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, অর্থঋণ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামের রাউজানের বাসিন্দা ফেরদৌস খান আলমগীর ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক ছিলেন। তিনি বেসরকারি সাদার্ন ইউনিভার্সিটিরও পরিচালক।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!