সিটি কর্পোরেশনের তেল চুরি, ১২৬ দিনের মাথায় স্বপদে বহাল সেই চালক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জ্বালানি তেল চুরির অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক কাজল চন্দ্র সেন নামের এক চালককে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রশাসক খোরশেদ আলম সুজন। আলোচিত এ তেল চুরির ঘটনায় অভিযুক্ত চালকের শাস্তি মিলেনি। চার মাস চারদিনের মাথায় অভিযুক্তকে উল্টো চসিক প্রশাসক স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন।

২০২০ সালের ৭ আগস্ট সিটি কর্পোরেশন পরিচালিত একটি অ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন তাৎক্ষণিক অভিযুক্ত চালক কাজল চন্দ্র সেনকে বরখাস্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘তেল চুরি ঘটনায় বরখাস্ত হওয়া কাজল চন্দ সেন নামের এক চালককে স্বপদে বহাল করা হয়েছে। এ বিষয়টি কর্পোরেশনের বিভাগীয় সিদ্ধান্ত।’

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!