সিজেকেএস লিবার্টি গ্রুপ ভলিবল লিগ ২৪ এপ্রিল শুরু

সিজেকেএস লিবার্টি গ্রুপ প্রিমিয়ার, প্রথম বিভাগ ও মহিলা ভলিবল লিগ বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে উদ্বোধন হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ।

প্রিমিয়ার ভলিবল লিগ

এবারের প্রিমিয়ার ভলিবল লিগে নির্ধারিত ১২টি দল অংশগ্রহণ করছে। লটারির মাধ্যমে দলসমূহকে ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে। ক গ্রুপ:- কাস্টম স্পোর্টস ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব, রাইজিং স্টার ক্লাব, শতদল ক্লাব, খ গ্রুপ:- বাকলিয়া একাদশ, চিটাগাং রয়েল, ক্রিসেন্ট ক্লাব, রাইজিং স্টার ক্লাব জুনিয়র, গ গ্রুপ:- মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), ইয়ং স্টার ক্লাব।

প্রথম বিভাগ ভলিবল লিগ

এবারের প্রথম বিভাগ ভলিবল লিগে নির্ধারিত ১৬টি দল অংশগ্রহণ করছে। লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলসমূহকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। দল গুলো হল: ক গ্রুপ:- আগ্রাবাদ নওজোয়ান গ্রীন, অগ্রনী সংঘ, চন্দনপুরা একাদশ, সিটি ক্লাব, খ গ্রুপ:- কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব, এলিট পেইন্ট আর, সি, চট্টগ্রাম ফুটবল ক্লাব, ইউনাইটেট স্পোর্টিং ক্লাব, গ গ্রুপ:- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, চট্টগ্রাম ওয়াসা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, সাউথ অ্যান্ড ক্লাব, কল্লোল সংঘ গ্রীন, ঘ গ্রুপ:- কর্ণফুলী ক্লাব, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী, শহীদ শাহজাহান সংঘ, বার্ডস স্পোর্টিং ক্লাব।

মহিলা ভলিবল লিগ (উম্মুক্ত)

মহিলা ভলিবল লিগে মোট ৭টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো যথাক্রমে:- লিটল ব্রাদার্স, ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব, ওপিএ, এমএইচ স্পোর্টিং ক্লাব, পিডিবি গ্রীণ, স্টার ক্লাব, বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্স।

লিগ শুরুর প্রাক্কালে মঙ্গলবার সিজেকেএস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা জানান উক্ত লিগ সমূহ সফল ভাবে সম্পন্ন করতে মোট ৩ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। লিবার্টি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ ১ লক্ষ টাকা প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ভলিবল কমিটির সম্পাদক মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য তানভীর আহমেদ চৌধুরী, আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, সাইফুল্লাহ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, মো. লুৎফুল করিম সোহেল, মো. এনামুল হক, সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম মজনু, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!