সিঙ্গাপুর যাচ্ছেন চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ শিক্ষার্থী

চট্টগ্রামের অন্যতম ইংরেজী মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ক্যামব্রিজ শাখার সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ১৬ শিক্ষার্থী সিঙ্গাপুরের ‘অক্সফোর্ড গ্লোবাল এন্ড ওয়াল্ড ভিউ’ উদ্যোগে আয়োজিত ‘অক্সফোর্ড মডেল ইউনাইটেড ন্যাশন্স’ সম্মেলনে অংশগ্রহণের জন্য রোববার (৬ অক্টোবর) সিঙ্গাপুর গমন করবে।

স্কুলের উপাধ্যক্ষ নীতি ত্রিপাটী ও এক্টিভিটি কো-অর্ডিনেটর বিপ্লব মল্লিকের নেতৃত্বে শিক্ষার্থীরা ৩ দিনব্যাপী (৯-১১ অক্টোবর) সম্মেলনে অংশগ্রহণ করে সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। আগামী ১৩ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এশিয়া মহাদেশের প্রায ১৫টি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণ করবে। সাইডার স্কুলের অধ্যক্ষ জ্ঞানেষ চন্দ্র ত্রিপাটী সম্মেলনের সফলতা কামনা করে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!