সিগারেট নিয়ে সিনিয়র-জুনিয়র মারামারি, মিরসরাইয়ে আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগকর্মীসহ দু’জন আহত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়ার বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকার মঈন উদ্দিনের ছেলে ছাত্রলীগকর্মী নাজিম উদ্দিন (১৬) ও একই এলাকার শফিউল আলমের ছেলে প্রবাসী রেজাউল করিম (৩৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।

জানা গেছে, মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়ার বটতল এলাকায় একটি দোকানে বসে সিগারেট খাওয়া নিয়ে দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মাসুদ, রিফাত, সিফাত, রাকিব ও রাশেদ রড নিয়ে নাজিম উদ্দিনের ওপর হামলা করে। এতে তার মাথায় ও পায়ে মারাত্মক জখম হয়। এদিকে তাকে বাঁচাতে এসে আহত হয়েছেন প্রবাসী রেজাউল করিম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি মাথায় ও পায়ে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় ভারী বস্তু ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস হোসেন লিটন বলেন, ‘দুপুরে এলাকার চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে হালকা হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বলেন, ‘সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সিগারেট খাওয়া নিয়ে দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘বটতল এলাকায় মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!