সিগারেটের ঝগড়া, সীতাকুণ্ডে খুন হলো ২ কিশোর বন্ধু

চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই কিশোর বন্ধু খুন হয়েছেন।

তারা হলেন- স্থানীয় পৌরসভার ৫নং ওয়ার্ড ভুঁইয়াপাড়া গ্রামের শাহীন ও ৭নং ওয়ার্ড আমিরাদাবাদ এলাকার বাসিন্দা জাহিদ।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার সময় রেল লাইনে বসে দুই বন্ধু সিগারেট খাচ্ছিল। এ সময় জাহিদ ও শাহিন করোনাভাইরাসের কারণে দূরত্ব বজায় রেখে সিগারেট খাওয়ার জন্য বললে তারা একজন আরেকজনের ওপর উত্তেজিত হয়ে যান। এ সময় দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া হয়।

একপর্যায়ে দুই বন্ধু তাদের গ্রুপসহ ধারালো অস্ত্র নিয়ে এসে একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১১টার সময় জাহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জাহিদের বন্ধু শাহিন শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আটটার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর সফিউল আলম মুরাদ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা, পরিদর্শক (তদন্ত) শামীম শেখ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিক।

ওসি ফিরোজ হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, কিশোর গ্যাংয়ের বখাটে একটি ছেলে নবম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেটের ধোয়া ছেড়ে দেওয়ায় মারামারির ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থল পরিদশন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!