চাক্তাইয়ে সিগারেটের আগুনে পুড়লো দেড় লাখ টাকার মালামাল

জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে চট্টগ্রাম নগরীর চাক্তাই চটের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ মালিকের ৫টি চটের দোকানের মালামাল পুড়ে গেছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৮টি গাড়ী ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে আগুনের সূত্রপাত হয়। ৫ জন মালিকের ৫টি বস্তা বা চটের দোকানে আগুন লাগে।

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ৮ গাড়ি গিয়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন থেকে উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকার মালামাল।


আরএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!