সিগন্যাল বিকল, দেরিতে পৌঁছবে ঢাকা-চট্টগ্রাম-চাঁদপুরগামী ট্রেন

আখাউড়ার গঙ্গাসাগর স্টেশন এলাকায় রেললাইনের পাশে মাটি ভরাটের কাজ করতে গিয়ে সিগন্যাল তার কেটে ফেলায় অকার্যকর হয়ে পড়েছে সিগন্যাল ব্যবস্থা। ফলে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুরগামী ট্রেনের গন্তব্যে পৌঁছতে কয়েক ঘণ্টা বিলম্ব হতে পারে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে আখাউড়ার গঙ্গাসাগর স্টেশনে মাটি ভরাট ও রেললাইন সংস্কারের কাজ করার সময় রেল লাইনের পাশে মাটির নিচে থাকা সিগন্যাল তার কাটা যায়। ফলে গঙ্গাসাগর স্টেশনের সিগন্যাল অকার্যকর হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ম্যানুয়েল সিস্টেমে (হাতে) সিগন্যাল ব্যবহার করা হচ্ছে। স্টেশন মাস্টাররা মোবাইল ফোনে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যোগাযোগ করে রেল চলাচল চালু রেখেছে। ফলে একটি রেলকে স্টেশনে প্রবেশ করতে এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। জানা যায়, এই সংস্কারকাজ করছে শশীধল থেকে আখাউড়া এলাকায় তমা গ্রুপ এবং লাকসাম থেকে শশীধল পর্যন্ত ম্যাক্স গ্রুপ।

গঙ্গাসাগর স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, সিগন্যাল তার কেটে ফেলায় ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুরের ট্রেন নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবে না। প্রতিটি ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছাবে।

কবে নাগাদ সিগন্যাল ঠিক হবে— এ বিষয়ে জানতে চাইলে ডিভিশনাল অফিসার বোরহান উদ্দিন বলেন, রাত ৯টা-১০টার আগে এটা ঠিক হবে না।

জেএস/সিএম/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!