সিএসসিআর হাসপাতালে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী রোগীর মৃত্যু!

চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসকের ভুলে প্রতিবন্ধী রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শহীদুল আলম রাঙ্গুনিয়ার ইসলামপুরের মৃত আবদুর রশিদের পুত্র। বুদ্ধিপ্রতিবন্ধী হিসেবে শহীদ সরকারের তালিকাভুক্ত।

নিহত শহীদের মামা নুরুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘শহীদুল আলম ব্রেইন স্ট্রোক করলে তাকে ২২ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শহীদ সেরে উঠছিল। কিন্তু চিকিৎসকরা বলেছিলেন তার ব্রেইন টিউমার হয়েছে। আমরা উন্নত চিকিৎসার জন্য সিএসসিআরে (সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার এন্ড রিসার্চ) ডা. কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করি। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসাপত্র দেখে ডা. কামাল উদ্দিন দ্রুত অপারেশনের পরামর্শ দেন। অপারেশনের খরচ বাবদ মোট এক লাখ টাকা জমা দেওয়ার পর বৃহস্পতিবার (৩০ মে) ইফতারের পর তার অপারেশন করা হয়। রাত দুইটায় আমাদের জানানো হয় শহীদ সুস্থ আছে। তারপর আমরা বাসায় চলে যাই। সকালে আমাদের জানানো হয় শহীদ মারা গেছে।’

এ ব্যাপারে ডা. কামাল উদ্দিন বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তার ব্রেইন টিউমার ডিটেক্ট (শনাক্ত) করি। তারপর আমিসহ পাঁচজন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে অপারেশন করেছি। অপারেশনের পর শহীদ ভালো ছিলেন। শুক্রবার ভোর রাতে হাসপাতাল থেকে ফোন পেয়ে ভোর পাঁচটায় হাসপাতালে আসি। তখন তার কার্ডিয়াক অ্যাটাক হচ্ছিল। তখন কার্ডিয়াক সার্জন ডাকার জন্য পরামর্শ দিয়ে আমি চলে যাই। পরবর্তীতে কার্ডিয়াক সার্জন ম্যানেজ হয়নি এবং শহীদ মারা যান।’

এ ব্যাপারে কথা বলতে সিএসসিআরের চেয়ারম্যান ডা. মুলকুতুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!