সিএমপির কনস্টেবল ক্ষমতার জোর খাটান নিজ এলাকায়ও

এক পরিবারের উপর হামলার অভিযোগ

চট্টগ্রাম মহানগর পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। এতে ওই কনস্টেবনের বিরুদ্ধে নির্যাতন ও হুমকির অভিযোগ আনা হয়।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এফ রহমান হলে সংবাদ সম্মেলন আয়োজন করেন আনোয়ারা উপজেলার বটতলী এলাকার মোহাম্মদ আজগর আলীর পরিবার।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ওই পরিবারের সদস্য ইয়াছমিন আকতার।

তিনি বলেন, ‘ডিবি পুলিশ সদস্য মো. ওসমান গণী সিএমপিতে কর্মরত আছেন। পারিবারিক বিরোধের জেরে ওসমান পুলিশের চাকরির প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। পান থেকে চুন খসলেই সে পুলিশের ভয় দেখায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে পঁচিয়ে মারবেন বলে হুমকি দেয়। আমাদের স্ব-পরিবারে মেরে ফেললেও নাকি তার কিছুই হবেনা বলেও হুমকি দেন তিনি।’

তিনি বলেন, ‘এলাকায় সে ডিবি ওসমান নামে সবাইকে পরিচয় দেয়। এলাকায় মানুষকে হয়রানি করা, ভূমি দখলসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে ওসমান। পুলিশ পরিচয় থাকায় কেউ ভয়ে মুখ খোলার সাহস করেনা তার বিরুদ্ধে। এছাড়া ওসমান টাকার বিনিময়ে কিছু ভাড়াটে গুন্ডা বাহিনী লালনপালন করেন। ওসমানের নির্দেশ পেলেই তার দেখিয়ে দেওয়া লোকজনকে নির্যাতন চালায়।’

সম্পত্তি দখল করতে তার পরিবারের উপর এমন হামলার কথা জানিয়ে তিনি বলেন, ‘গত ২২ মার্চ রাত ১টায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় ওসমান গণী। এসময় আমার শ্বাশুড়ি ও আমি গুরুতর আহত হই। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দায়ের করি। পুলিশ আগামী ২৬ মার্চ উভয়পক্ষকে নিয়ে বৈঠকের দিন ধার্য্য করে। কিন্তু গত ২৪ মার্চ দুপুরে আবারো বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের পরিবারের উপর হামলা করতে আসে ওসমানের লোকজন। তাদের হুমকিতে আমরা অসহায় হয়ে পড়েছি। এ ব্যাপারে সিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. শওকত আলী, জানে আলম, আজগর আলী ও নিয়ামত আলী প্রমুখ।

এদিকে অভিযোগ তোলা সিএমপির কনস্টেবল ওসমান গণীর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমি ১৮ বছর ধরে পুলিশের চাকরী করে আসছি। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিভিন্নকাজের কৃতিত্ব স্বরুপ আমি একাধিক পুরস্কারও পেয়েছি। আমি ডিবিতে নই, পুলিশে কর্মরত। একটি স্বার্থন্বেষী মহল আমার উপর উর্ষান্বিত হয়ে বিভিন্ন অভিযোগ করছেন। যে অভিযোগ করছেন সে ধরনের কোনো কাজে আমি ছিলাম না। মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে তারা এসব অভিযোগ করছেন।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!