সিএমপির উপ-কমিশনার জয়নুল করোনা পজিটিভ

চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন টিটু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।

জানা যায়, জ্বর সর্দি কাশি নিয়ে অসুস্থ অনুভব করলে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন ওই কর্মকর্তা। গত সোমবার (১৪ ডিসেম্বর) তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে পাঠালে নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। নমুনা পজিটিভ আসার পর ঘরে থেকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

এ বিষয়ে উপ-কমিশনানার (ট্রাফিক) জয়নুল আবেদীন টিটু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি জ্বর সর্দি কাশি নিয়ে অসুস্থ অনুভব করলে সাথে সাথে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হই। গত সোমবার আমার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে পাঠালে ফলাফল পজিটিভ আসে। এরপর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।’

তিনি আরও জানান, ‘দ্বিতীয় নমুনা টেস্ট আগামী (২৮ ডিসেম্বর) করা হবে।’

এএন/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!