সিএমপির অ্যাপ ফিরিয়ে দিলো চট্টগ্রামে হারানো কিশোরগঞ্জের যুবকের ব্যাগ

কিশোরগঞ্জ জেলার বিপুল সুত্রধর চট্টগ্রামে আসেন আত্মীয়ের কাছে বেড়াতে। বুধবার (১৯ এপ্রিল) ফেরার সময় চট্টগ্রাম রেলস্টেশনে নেমে তার হাতে থাকা ব্যাগ না নিয়েই বিদায় দেন তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি। আর ওই ব্যাগ নিয়েই সিএনজি অটোরিকশা চলে যায় অন্যত্র।

এই ঘটনা জানান তিনি ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আব্দুর রহমানকে। পরে ট্রেনে উঠে যান। বিপুল সুত্রধর তার গন্তব্য কিশোরগঞ্জ চলে গেলেও এই ব্যাগ উদ্ধারে নামে সিএমপি’র ট্রাফিক পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে উদ্ধার করেছে তার ব্যাগটি।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা থেকে চট্টগ্রাম ঘুরতে এসে বিপুল সুত্রধর নামে এক ব্যক্তি বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া থেকে চট্টগ্রাম রেল স্টেশনে যাওয়ার পথে গাড়িতে ব্যাগটি হারিয়ে ফেলেন। ঘটনাটি গতকাল বুধবারের (১৯ এপ্রিল)।

সিএমপি’র দক্ষিণ বিভাগের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) অনীল বিকাশ চাকমা বলেন, ‘বিপুল সুত্রধর চট্টগ্রাম রেল স্টেশনে নেমে তাকে বহনকারী সিএনজি অটোরিকশা ছেড়ে দেন। কিন্তু তিনি ব্যাগ নামাতে ভুলে যান। এরপর বিষয়টি নিউমার্কেট মোড়ে এসে কর্তব্যরত সার্জেন্ট আব্দুর রহমানকে অবহিত করেন। সিএনজি অটোরিকশার নাম্বারও সরবরাহ করেন। এরপর ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডাটাবেজ ব্যবহার করে ওই সিএনজি অটোরিকশা শনাক্ত করা হয়। ওই গাড়ির মালিক ও চালকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে উদ্ধার করা হয় বিপুল সুত্রধরের লাগেজটি।’

অনীল বিকাশ চাকমা আরও বলেন, ‘যাত্রীরা সিএনজি অটোরিকশাতে উঠেই যদি গাড়িতে থাকা আমার গাড়ি নিরাপদ অ্যাপসের কিউআর কোড স্ক্যান করে নেন অথবা গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি সংগ্রহ রাখেন তাহলে যেকোনো সমস্যা হলে পুলিশ ওই গাড়ি শনাক্ত করতে পারবে সহজেই। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই অ্যাপস চালু করেছে সিএমপি।’

এ বিষয়ে বিপুল সুত্রধর ভুক্তভোগী বলেন, ‘ব্যাগে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। সিএনজি অটোরিকশা চলে যাওয়ার পর আশা ছেড়ে দিয়েছিলাম ব্যাগটির। তবুও দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে আমি ট্রেনে উঠে যাই। ২৪ ঘণ্টা না যেতেই আমাকে ট্রাফিক কর্মকর্তা জানালো, আমার লাগেজ তারা উদ্ধার করেছে। আমি আমার এক আত্মীয়কে পাঠিয়ে লাগেজটি পুলিশের কাছ থেকে সংগ্রহ করি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আমার গাড়ি নিরাপদ অ্যাপসের মাধ্যমেই এই লাগেজ উদ্ধার হয়েছে শুনে বেশ ভাল লাগছে। প্রযুক্তির ভাল ব্যবহার নিশ্চিত করতে পারলে অনেক ধরণের বিপদ থেকে রেহাই পাওয়া সম্ভব।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!