সিএমপিতে করোনার নতুন ঠিকানা কোতোয়ালী থানা

এক দিনেই চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ জন সদস্যের করোনা রিপোর্ট আসলো পজিটিভ। এছাড়া তাদের পরিবারের আরও চার সদস্যের শরীরে মিলেছে করোনার জীবাণু। ১২ এপ্রিল ট্রাফিক বিভাগ দিয়ে সিএমপিতে করোনার হানা শুরু। সর্বশেষ আক্রান্ত হলেন কোতোয়ালী থানার এক উপ-পরিদর্শক। যিনি করোনা সংক্রমণের শুরু থেকেই থানার করোনা মনিটরিং টিমের হয়ে কাজ করছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষায় সিএমপির ১৬ জন সদস্য এবং তাদের পরিবারের আরও চার সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বৃহস্পতিবার চমেক ল্যাবের ফলাফলে সিএমপির ১৬ সদস্যের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ট্রাফিক বিভাগের পাঁচজন সদস্য রয়েছে। কোতোয়ালী ও পাঁচলাইশ থানায় একজন করে উপপরিদর্শক আক্রান্ত হয়েছেন। অবশিষ্ট নয়জন আমাদের বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্বরত।’

নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, ‘কোতোয়ালী থানার করোনা আক্রান্ত উপ-পরিদর্শক বৃহস্পতিবারও করোনা মনিটরিং টিমের হয়ে কাজ করেছে। ইতিপূর্বে ওই উপ-পরিদর্শক করোনা আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ, বাসস্থান লকডাউন ও ত্রাণ বিতরণসহ সব কাজেই তার অংশগ্রহণ ছিল। এরই মধ্যে কোনো না কোনো করোনা রোগীর সংস্পর্শে এসে নিজেই আক্রান্ত হলো। আমরা তাকে আইসোলেশনে পাঠিয়েছি। তার সংস্পর্শে আসা সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি।’

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!