সিএনজির সিলিন্ডারে আগুনের ফুলকি পড়তেই বিস্ফোরণ, দগ্ধ ৮

ওয়েলডিং করার সময় আগুনের ফুলকি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে আসতেই বিকট শব্দে বিস্ফোরণ। আর তাতেই মারাত্মকভাবে পুড়ে গেলেন আট ব্যক্তি।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজারে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওয়ার্কশপটির কর্মরত মেকানিক ও গাড়ির মালিকসহ ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, অটোরিক্সার মালিক সদর ইউপির ভোলাইয়াঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), গ্যারেজ মিস্ত্রী রাজাখালী ইউপির বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), পশ্চিম গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মো. শামিম (১৬), শাহাব উদ্দিনের ছেলে তারেক জিয়া (১৩), পুর্বগোঁয়াখালী উত্তর পাড়ার জামাল হোসেনের ছেলে মো. তামিম (১৪), পুর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার জুনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৪), পুর্ব গোঁয়াখালী এলাকার আবুল হোসেনের ছেলে নুরুল আলম (১৫) ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)।

আহতদের প্রথম পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী ফারুক আজাদ জানান, রুহুল আমিনের একটি সিএনজি গ্যারেজে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি মেরামত করতে নিয়ে যান। মিস্ত্রী সিএনজি মেরামত করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান।

কেএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!